টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কবে হবে | টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি 2022

ক্রিকেট নিয়ে আমাদের উন্মাদনার  শেষ নেই ।আর সেটা যদি হয়ে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 তাহলে তো কোন কথাই নেই।বিশ্বকাপের সময় যখন আমাদের কাছে ঘনিয়ে আসে, তখন আমাদের মনের মাঝে কিছু প্রশ্ন বারবার উঁকি দেয়। সেগুলো হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর সময়সূচি ।টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কোন কোন ভেন্যুতে হবে । হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ কারা কারা চান্স পেয়েছে ইত্যাদি। চলুন তাহলে জেনে নেয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কবে হবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ এর খুঁটিনাটি

জেনে নিন টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সময়সুচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে

আধুনিক ক্রিকেটের একটি জনপ্রিয় আসর হলো, 20 ওভারের টি-টোয়েন্টি ফর্মেশন।মারকাটারি ব্যাটিং আর ধুমধারাক্কা  ফিল্ডিংয়ের জন্য এটি খুবই জনপ্রিয় একটি আশা হ্যালো আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পরপর হয়ে থাকে। 2020 টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয় হবার কথা থাকলেও সেটা করোনা  মহামারীর কারণে স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে 2021 সালে আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সালে অনুষ্ঠিত হওয়ার কথা। তারই পরিপ্রেক্ষিতে এবার 2022 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া তে অনুষ্ঠিত হতে যাচ্ছে
আরো পড়ুন


টি -টুয়েন্টি  বিশ্বকাপ ২০২২ কবে হবে। ২০২২ টি টিয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কবে হবে

আমরা ইতিমধ্যে জেনে গেছি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমাদের জানার পালা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022   কবে হবে।অস্ট্রেলিয়া বোর্ড তাদের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর দিনকাল ঘোষণা করে দিয়েছে।অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর্দা নামবে 16 ই অক্টোবর 2022 শ্রীলঙ্কা বনাম নামিবিয়া এর মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ এর দিয়ে এবং এই মেগা ইভেন্টের পর্দা নামবে 13 ই নভেম্বর 2022 ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর সংখ্যা হবে 45 টি


টুয়েন্টি বিশ্বকাপ কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতোমধ্যে প্রকাশ করে ফেলেছে  কোন কোন ভেন্যুতে টি -টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে ।তারা জানিয়ে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন ভিন্ন সাতটি স্টেডিয়ামে।সেই স্টেডিয়ামগুলো হলো
  • কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
  • ওভাল
  • সিডনি
  • পার্থ
  • মেলবোর্ন
  • ব্রিজবন
  • এডিলেড 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর কোয়ালিফায়ার কিভাবে হয়েছে

আমরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখি, তখন  লক্ষ্য করি যে , টি-টোয়েন্টি বিশ্বকাপ 12 টি দল নিয়ে  হয়ে থাকে এবং এর মধ্যে আটটি দল নিশ্চিত থাকে এবং বাকি চারটি দল কে   বাছাইপর্ব খেলে সুপার টুয়েলভে অংশগ্রহণ করতে হয় ।তখন আমাদের মনের মাঝে প্রশ্ন জাগে কিভাবে প্রথম আটটি দল কে  বাচাই করা হয়ে  থাকে ।চলুন তাহলে জেনে নেয়া যাক আইসিসি কিভাবে প্রথম আটটি দল কে  বাচাই করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর বাছাই পর্ব 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য প্রথম আটটি দলকে কোন বাছাইপর্বে অংশগ্রহণ করতে হয়না।টি-টোয়েন্টি  রেংকিং অনুযায়ী আইসিসি সরাসরি  আট টি দলকে বাছাই করে থাকে।2021 সালে বিশ্বকাপ হওয়ার পর আইসিসি ঘোষণা করেছিল যে 2021 সালের 15 নভেম্বরের মধ্যে যে আটটি দল শীর্ষে অবস্থান করবে ,তারাই খেলবে সরাসরি 2022 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ চান্স পেয়েছে কারা কারা।

আইসিসির ঘোষণা অনুযায়ী 15 ই নভেম্বর 2021 সালের মধ্যে যে আটটি দল শীর্ষে অবস্থান করবে তারাই সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। 2021 সালের পর আবার 2022 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল।আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী ইংল্যান্ড, পাকিস্তা্‌ ভারত,অস্ট্রেলিয়্‌ নিউজিল্যান্ড ,দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ খেলবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে। উপরের এই আটটি দল 15 ই নভেম্বর 2021 এর মধ্যে শীর্ষে অবস্থান করেছিল।তাই আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী এই আটটি দল কে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না।

টি ২০ বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ দল

গত বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ 2020 আসরে বাংলাদেশ দলকে বাছাইপর্বের গন্ডি পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করতে হয়েছিল। কিন্তু এ বছর অর্থাৎ 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে বাছাইপর্ব খেলতে হবে না। আইসিসির ঘোষণা অনুযায়ী বাংলাদেশ দল 15 ই নভেম্বর 2021 এর মধ্যে শীর্ষ আটটি দলের মধ্যে একটি ছিল অর্থাৎ বাংলাদেশের অবস্থান ছিল  শীর্ষ  আট এ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও বাছাইপর্ব খেলতে হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং এক বারের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ।কেননা আইসিসির শর্ত অনুযায়ী এই দুই দল শীর্ষে অবস্থান করতে পারেনি।

বিশ্বকাপ  ২০২২ সময়সূচি

আমরা ইতিমধ্যে জেনে গেছি বিশ্বকাপ 2022 অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইসিসি এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে, 21 শে জানুয়ারি 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা হবে এবং তাদের ঘোষণা অনুযায়ী একুশে জানুয়ারি 2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সিডিউল প্রকাশ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর সময়সূচী দেখাতে এখানে   ক্লিক করুন

আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী

আপনাদের চাহিদা অনুযায়ী আমরা 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচি টেবিল আকারে প্রকাশ করেছি। সেখান থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন কত তারিখে কার সাথে খেলা এবং সেই খেলাটি কোন ভেন্যুতে  অনুষ্ঠিত হবে ।টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর সম্পূর্ণ সময়সূচী দেখতে এখানে ক্লিক করুন আশাকরি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর সময়সূচী আপনাদের ভালো লাগবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ কতবার হয়েছে

2009 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা  এই ফরমেশন টি এখন পর্যন্ত মোট সাতটি ফাইনাল সম্পন্ন করেছে অর্থাৎ আধুনিক ক্রিকেটের এই জনপ্রিয় আসরটি মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে।

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে

ক্রিকেটের আধুনিক ফর্মেশন টি-টোয়েন্টি ভার্সনের সর্বপ্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2009 সালে। 2009 সালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ভারত ।

2009 সালের পরে 2010 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর আবার অনুষ্ঠিত হয়।সেই আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতে ইংল্যান্ড। তারপর 2012 আসরে ফাইনালে যায় শ্রীলংকা এবং পাকিস্তান। সেবারের আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
 তারপর দুই বছর পর 2014 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর 2016 সালে ফাইনালে যায় ভারত   এবং শ্রীলংকা শ্রীলংকা। টানা দুইবার ফাইনালে হারার  পর 2016 সালে সাঙ্গাকারা-জয়বর্ধনে দিলশান মালিংগাদের  কল্যাণে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে শ্রীলংকা।
তারপর 2018 আসরের শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বারের মত শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।শেষ ওভারে যেখানে ওয়েস্ট ইন্ডিজ এর প্রয়োজন ছিল24 রান , সেখানে কার্লোস ব্রাথওয়ে্‌ বেন স্টোকসের পরপর চার বলে চারটি ছক্কা মেরে শিরোপা জয়  নিশ্চিত করেন।
এবং সর্বশেষ আসার 2020 যা করণা মহামারীর কারণে 2021 সালে অনুষ্ঠিত হয়েছে।সেই আসরে  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তাদের সকল অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করেন।

দেখে নিন চ্যাম্পিয়ন দলের তালিকা

  • ভারত
  •  ইংল্যান্ড
  • ওয়েস্ট ইন্ডিজ
  • পাকিস্তান
  • শ্রীলঙ্কা 
  • ওয়েস্ট ইন্ডিজ 
  • অস্ট্রেলিয়া
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url