বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি ২০২২

2022 সালে বাংলাদেশ ক্রিকেট দল প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছে ।একটি সিরিজ শেষ হতে না হতেই  বাংলাদেশের  পরবর্তী সিরিজ  দরজায় কড়া নাড়তে থাকে। তেমনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জুলাই মাসে মাসে শেষ হবার পর পরই  জুলাই মাসে ২২ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল পাড়ি জমাবে জিম্বাবুয়েতে। সেখানে খেলবে টি-টোয়েন্টি এবং ওডিআই সির। এই পোস্টের মাধ্যমে আমরা জানবো বাংলাদেশ জিম্বাবুয়ে  সিরিজ ২০২২  সময়সূচি, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  সিরিজে কবে শুরু হবে ,বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে লাইভ  দেখার মাধ্যম এবং  বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  সিরিজ ২০২২  সম্পর্কে ।চলুন  তাহলে শুরু করা যাক ।

জেনে নিন টি  টূয়েন্টি  বিশ্বকাপ-২০২২ এর সময়সুচি 

 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  সিরিজ ২০২২ | Bangladesh vs Zimbabwe  series  2022

বাংলাদেশের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের সাথে।জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ t-20 এবং ওডিআই সিরিজ খেলবে ।বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে 2022সিরিজ টি  হবে জিম্বাবুয়ের মাটিতে অর্থাৎ জিম্বাবুয়ে বাংলাদেশ কে আতিথ্য দেবে।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  সিরিজের সময়সূচি ২০২২

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  ২০২২ সিরিজের সময়সূচি

সাম্প্রতিক বাংলাদেশ  বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ টির সময়সূচি  প্রকাশ করেছে আইসিসি ।ঈদের কিছুদিন পরেই বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিবে ।জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল 22 এ জুলাই ঢাকা ছাড়বেন । সেখানে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2022  এর প্রথম টি টুয়েন্টি ম্যাচ  এর তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই । 

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  সিরিজের সময়সূচি ২০২২  

টি টুয়েন্টি ম্যাচ এর সময়সূচী
ম্যাচ নং তারিখ ভেন্যু সময়
০১ ৩০-০৭-২০২২ হারারে ৪.00 PM
০২ ০১-০৮-২০২২ হারারে ৪.00 PM
০৩ ০২-০৮-২০২২ হারারে ৪.00 PM
ওডিয়াই ম্যাচ এর সময়সূচি
ম্যাচ নং তারিখ ভেন্যু সময়
০১ ০৫-০৮-২০২২ হারারে ১.00 PM
০২ ০৭-০৮-২০২২ হারারে ১.00 PM
০৩ ১০-০৮-২০২২ হারারে ১.00 PM

 না জেনে থাকলে জেনে নিন  ফুটবল বিশ্বকাপ ২০২২ কবে হবে

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে অডিয়াই সিরিজ ২০২২ 

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মধ্যকার সিরিজ বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি ওডিআই ম্যাচ খেলবে।ওডিআই সিরিজের সব গুলো ম্যাচ  হারারে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠীত হবে ।  আশাকরি তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ভালোই খেলবে ওডিআই সিরিজ ২০২২।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট  সিরিজ ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে 2022 সালে বাংলাদেশ যে  সিরিজ খেলবে ,সেই সিরিজে কোনো টেস্ট ম্যাচ নেই অর্থাৎ 2022 সালে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলবে না ।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টুয়েন্টি  সিরিজ ২০২২

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2022 এ  তিনটি t-20 ম্যাচের কথা উল্লেখ আছে অর্থাৎ 2022 সালে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে  নেতৃত্ব দিবে মাহমুদুল্লাহ রিয়াদ ।মাহমুদুল্লাহ রিয়াদ এর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড সাজাবে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই সিরিজের পর পরই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের জন্য হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বপ্রস্তুতি সিরিজ ।তাই সকল বাংলাদেশীদের নজর থাকবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দিকে ।দেখার পালা বাংলাদেশি টাইগাররা কিভাবে নিয়ে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে  ২০২২  সরাসরি সম্প্রচার 

বরাবরের মত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ আপনারা টি স্পোর্টস  এবং জি টিভির পর্দায় দেখতে পাবেন ।তাছাড়া আরো কিছু বিদেশি চ্যানেল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 20.২২ সরাসরি সম্প্রচার করবে ।আপনারা চাইলে সেগুলোর মাধ্যমে সরাসরি বাংলাদেশ বনাম জিমবাবু সিরিজ টিভি পর্দায় উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ মোবাইলে দেখার মাধ্যম 

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচ আপনারা ডোরা  টিভির মাধ্যমে খুব সহজেই উপভোগ করতে পারবেন ।এখন পর্যন্ত যতগুলো মোবাইল অ্যাপ খেলা সম্প্রচার করে থাকে তাদের মধ্যে ডোরা টিভি সবার আগে এগিয়ে থাকবে। তাছাড়া আপনারা বঙ্গ অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বনাম শ্রিলঙ্কা 2022 সৃষ্টি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ বনাম  জিম্বাবুয়ে লাইভ 

যারা টিভি পর্দা অথবা মোবাইলে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2022 উপভোগ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন না ।তাদের জন্য সর্বশেষ মাধ্যম হলো ক্রিকবাজ অথবা ক্রিকেট ইএসপিএন ক্রিকইনফোর মাধ্যমে বল বাই বল আপডেট জানা।  আপনারা চাইলে ক্রিকবাজ এবং ইএসপিএন ক্রিকইনফোর মাধ্যমে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ গুলো বল বাই বল আপডেট পেতে পারবেন।এতক্ষন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url