এশিয়া কাপ ২০২৩ সময়সূচি | এশিয়া কাপের সময়সূচী ২০২৩

 ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ।পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের যাত্রা।উক্ত ম্যাচ টি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ থেকে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।চলুন এবার জেনে নেই এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি। 



এশিয়া কাপ ২০২৩ সময়সূচি | এশিয়া কাপের সময়সূচী ২০২৩ 


এশিয়া কাপ ২০২৩ গ্রুপ  

এরের এশিয়া কাপে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। এই ছয়টি দল হল: 

  • বাংলাদেশ
  • ভারত
  • পাকিস্তান
  • শ্রীলঙ্কা
  • আফগানিস্তান
  • নেপাল 

এই ছয়টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে  

গ্রুপ দুটি হলো 

গ্রুপ A গ্রুপ B
পাকিস্তান বাংলাদেশ
ভারত শ্রীলংকা
নেপাল আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

চলুন এবার দেখে নেই এশিয়া কাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী 

গ্রুপ পর্বের সময়সূচী
ম্যাচ তারিখ ভেন্যু সময়
পাকিস্তান বনাম নেপাল ৩০.০৮.২৩ মুলতান ৩ঃ৩০ PM
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ৩১.০৮.২৩ পাল্লেকেলে ৩ঃ৩০ PM
পাকিস্তান বনাম ভারত ০২.০৯.২৩ পাল্লেকেলে ৩ঃ৩০ PM
বাংলাদেশ বনাম আফগানিস্তান ০৩.০৯.২৩ লাহোর ৩ঃ৩০ PM
ভারত বনাম নেপাল ০৪.০৯.২৩ পাল্লেকেলে ৩ঃ৩০ PM
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ০৫.০৯.২৩ লাহোর ৩ঃ৩০ PM
সুপার ফোর
ম্যাচ তারিখ ভেন্যু সময়
A1 বনাম B2 ০৬.০৯.২৩ লাহোর ৩ঃ৩০ PM
B1 বনাম B2 ০৯.০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM
A1 বনাম A2 ১০.০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM
A2 বনাম B1 ০১২.০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM
A1 বনাম B1 ১৪ .০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM
A2 বনাম B2 ১৫.০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM
ফাইনাল ১৭ .০৯.২৩ কলম্বো ৩ঃ৩০ PM

এশিয়া কাপ ২০২৩ সবদলের স্কোয়াড

এশিয়া কাপের জন্য প্রত্যেকটি দলই  তাদের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষনা করেছে।প্রত্যেকটি দলের স্কোয়াড হলো 

এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল

  1. সাকিব আল হাসান (অধিনায়ক)
  2. লিটন দাস
  3. তানজিদ হাসান
  4. নাজমুল হোসেন শান্ত
  5. তৌহিদ হৃদয়
  6. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
  7. মেহেদী হাসান
  8. তাসকিন আহমেদ
  9. মুস্তাফিজুর রহমান
  10. হাসান মাহমুদ
  11. মাহেদী হাসান
  12. নাসুম আহমেদ
  13. শামীম হোসেন
  14. এবাদত হোসেন
  15. আফিফ হোসেন
  16. শরিফুল ইসলাম
  17. তানজিম হাসান সাকিব
  18. মোহাম্মদ নাঈম

এশিয়া কাপ ২০২৩ পালিস্তান দল 

  1. বাবর আজম (অধিনায়ক)
  2. আবদুল্লাহ শফিক
  3. ইমাম উল হক
  4. ফখর জামান
  5. আগা সালমান
  6. ইফতিখার আহমেদ
  7. মোহাম্মদ রিজওয়ান
  8. মোহাম্মদ হারিস
  9. তাইয়াব তাহির
  10. শাদাব খান (সহঅধিনায়ক)
  11. মোহাম্মদ নেওয়াজ
  12. উসামা মির
  13. ফাহিম আশরাফ
  14. হারিস রউফ
  15. মোহাম্মদ ওয়াসিম
  16. নাসিম শাহ
  17. শাহিন শাহ আফ্রিদি

এশিয়া কাপ ২০২৩ ভারত দল 

  1. রোহিত শর্মা (অধিনায়ক )
  2. হার্দিক পান্ডিয়া  (সহ অধিনায়ক )
  3. জাসপ্রিত বুমরাহ
  4. শুভমান গিল
  5. শ্রেয়াস আইয়ার
  6. রবীন্দ্র জাদেজা
  7. ইশান কিষাণ (উইকেট কিপার )
  8. প্রসিধ কৃষ্ণ
  9. বিরাট কোহলি
  10. অক্ষর প্যাটেল
  11. কেএল রাহুল
  12. মহম্মদ শামি
  13. মোহাম্মদ সিরাজ
  14. শার্দুল ঠাকুর
  15. তিলক বর্মা
  16. কুলদীপ যাদব
  17. সূর্যকুমার যাদব

এশিয়া কাপ ২০২৩ শ্রীলংকা 

  1. দাসুন শানাকা (অধিনায়ক)
  2. পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস
  3. চরিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক)
  4. ভানুকা রাজাপাকসে
  5. আশেন বান্দারা
  6. ধনঞ্জয়া ডি সিলভা
  7. ওয়ানিন্দু হাসারাঙ্গা
  8. মহেশ থেকশানা
  9. দুশমান্থা চামেরা, দিনেশ চান্দিমাল
  10. দানুশকা গুনাথিলাকা
  11. জেফরি ভান্ডারসে
  12. প্রবীণ জয়াভিক্রমানা
  13. মাদরাসানা
  14. ডি সিলভা
  15. নুওয়ানিদু ফার্নান্দো

এশিয়া কাপ ২০২৩ আফগানিস্তান দল 

  1. হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক)
  2. রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার )
  3. ইব্রাহিম জাদরান
  4. রিয়াজ হাসান
  5. রহমত শাহ
  6. নাজিবুল্লাহ জাদরান
  7. মোহাম্মদ নবী
  8. ইকরাম আলীখিল (উক)
  9. রশিদ খান
  10. গুলবাদিন নায়েব
  11. করিম জানাত
  12. আব্দুল রহমান
  13. শরফুদ্দিন আশরাফ
  14. মুজিবুর রহমান
  15. নুর আহমদ
  16. মোহাম্মদ সেলিম
  17. ফজলহক ফারুকী

এশিয়া কাপ ২০২৩  নেপাল দল 

  1. রোহিত পাউডেল (অধিনায়ক )
  2. আসিফ শেখ (Wk)
  3. দীপেন্দ্র সিং আইরি
  4. কুশল ভর্তেল
  5. মৌসম ঢাকল
  6. প্রটিস জিসি
  7. গুলসান ঝা
  8. সুনদীপ জোরা
  9. করণ কেসি
  10. সোমপাল কামি
  11. সন্দীপ লামিছনে
  12. কিশোর মাহাতো
  13. কুশল মাল্লা
  14. ললিত রাজবংশী
  15. আরিফ শেখ
  16. অর্জুন সৌদ (উইকে)
  17. ভীম শর্কী

এশিয়া কাপ ২০২৩ যেভাবে লাইভ দেখা যাবে

এশিয়া কাপ ২০২৩ আপনি বিভিন্ন মাধ্যমে উপভোগ করতে পারবেন। এবারের এশিয়া কাপ বিভিন্ন  স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার করবে। তাদের মধ্যে টি স্পোর্টস, নাগরিক টিভি, জিটিভি,পিটিভি উল্লেখ্যযোগ্য।  তাছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমেও আপনি। এশিয়া কাপ ২০২৩ সরাসরি দেখতে পারবেন। 

প্রশ্নঃএশিয়া কাপ ২০২৩ কততম 

উত্তরঃ ১৬  তম 

প্রশ্নঃএশিয়া কাপ ২০২৩ এ কয়তি দেশ অংশ্রগ্রহণ করবে? 

উত্তরঃএবারের এশিয়া কাপে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করবে। 

প্রশ্নঃএশিয়া কাপ ২০২৩  কোন দেশে অনুষ্ঠিত হবে 

উত্তরঃএশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে শ্রীলংকা এবং পাকিস্তানে

প্রশ্নঃএশিয়া কাপ কে কত বার নিয়েছে 

উত্তরঃভারত ৮ বার ,শ্রীলংকা ৫ বার, পাকিস্তান ২ বার 

প্রশ্নঃএশিয়া কাপ ২০২৩ কত ওভারে

উত্তরঃএবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৫০ ওভারে 

প্রশ্নঃভারত এখন পর্যন্ত মোট কয়বার এশিয়া কাপ জয় অর্জন করে?

উত্তরঃটি টুয়েন্টি এবং ওয়ানডে মিলে মোট ৭ বার এশিয়া কাপ অর্জন করে ভারত।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url