বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার স্কোয়াড। ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজের জন্য ইন্ডিয়ার স্কোয়াড

 বিশ্বকাপের পর ডিসেম্বর মাসে বাংলাদেশ  বনাম ইন্ডিয়া সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । উক্ত এই সিরিজের ইন্ডিয়াকে আথিত্য দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ার সাথে আলোচনা করে  উভয় বোর্ড ৩ টি  অডিয়াই এবং ২ টি টেস্ট ম্যাচ খেলার জন্য সম্মতি হয়েছে । এই সিরিজ কে  কেন্দ্র করে ভারত ক্রিকেট বোর্ড তাদের টেস্ট এবং অডিয়াই স্কোয়াড ঘোষনাক করে দিয়েছে ।চলুন দেখে নেই কারা কারা থাকছে বাংলাদেশের বিপক্ষে অডিয়াই এবং টেস্ট সিরিজে ।



 ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজের জন্য ইন্ডিয়ার স্কোয়াড 


ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজের জন্য ইন্ডিয়ার স্কোয়াড 

বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজফ ২০২২ এ  যেহেতু অডিয়াই এবং টেস্ট খেলা হবে তাই ভারত বোর্ড অডিয়াই এবং টেস্টের জন্যফ আলাদা আলাদা স্কোয়াড ঘোষনা করেছে। চলুন দেখে নেই ইন্ডিয়ার আলাদা আলাদা স্কোয়াড 

বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড 

  • রোহিত শর্মা (অধিনায়ক )
  • কেএল রাহুল (সহ অধিনায়ক)
  • বিরাট কোহলি
  • শ্রেয়াস আইয়ার
  • ঋষভ পান্ত
  • শুভমান গিল
  • কেএস ভারত
  • আশ্বিন
  • জাদেজা
  • অক্ষর প্যাটেল
  • কুলদীপ যাদব
  • পূজারা
  • শার্দুল ঠাকুর
  • মোহাম্মদ শামি
  • মোহাম্মদ সিরাজ
  • উমেশ যাদব

বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার ওডিয়াই  স্কোয়াড 

  • রোহিত শর্মা (সি)
  • কেএল রাহুল (ভিসি)
  • বিরাট কোহলি
  • শিখর ধাওয়ান
  • রাজত পাটিদার
  •   দীপক চাহার
  • ভারত ওডিআই স্কোয়াড
  • বনাম বাংলাদেশ
  • শ্রেয়াস আইয়ার
  • রাহুল ত্রিপাঠী
  • ঋষভ পান্ত
  • ইশান কিষান 
  • রবিন্দ্র জাদেজা
  • যশ দয়াল
  • অক্ষর প্যাটেল
  • ওয়াসিংটন সুন্দর
  • শার্দুল ঠাকুর
  • মোহাম্মদ শামি
  • মোহাম্মদ সিরাজ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url